logo

পরিবেশ দূষণের প্রতিবাদে ও কাজের দাবিতে ফের আন্দোলনে নামলো কাঁকসার বাঁশকোপা গ্রামের বাসিন্দার।।

শুক্রবার বেলা দশটা থেকে কাঁকসার বাঁশকোপা শিল্প তালুকের একটি বেসরকারি কারখানার গেটের সামনে এলাকার মানুষের বিক্ষোভের জেরে কাজে যোগ দিতে আসা শ্রমিকরা কারখানায় ঢুকতে না পারায় কারখানার গেটের সামনে উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাসকোপা গ্রামের বাসিন্দাদের অভিযোগ ওই কারখানায় এলাকার বহু মানুষ নানান কাজের সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু হঠাৎ করে তাদের কাজ থেকে বসিয়ে দেওয়া হয়। এই বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে বারংবার আলোচনায় বসা হলেও সমস্যার সমাধান হয়নি। পাশাপাশি কারখানা থেকে ছাই উড়ে গোটা বাসকোপা গ্রাম ও আশেপাশের এলাকায় ঢেকে গিয়েছে। যার কারনে গ্রামের অনেকেরই শ্বাসকষ্ট দেখা দিয়েছে। এই বিষয়ে বহুবার কারখানার সামনে স্থানীয়রা বিক্ষোভ দেখানোর পর বারংবার তাদের কারখানা কর্মীপক্ষ আশ্বাস দিলেও কাজের কাজ কিছু হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের। তাই যতক্ষণ না তাদের দাবি পূরণ হবে ততক্ষণ তাদের আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা।।


4
1075 views